খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

যশোরে হত্যা মামলায় কাউন্সিলর রিমান্ডে

যশোর প্রতিনিধি

যশোর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সাইদুর রহমান ওরফে ডিম রিপনকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইজিবাইক চালক আলাউদ্দিন হত্যা মামলায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে রিমান্ড শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ এ আদেশ দেন। রিপন শহরের বারান্দী মোল্লাপাড়ার বদর উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, যশোর শহরের আরবপুর এলাকার কলুপাড়া বাবুর বাড়ির ভাড়টিয়া শুকুর আলীর ছেলে আলাউদ্দিন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২০ সালের ১৭ জুলাই সকালে মোবাইল ফোনে আলাউদ্দিনকে বারান্দী মালোপাড়ায় ডেকে নেয়া হয়। সেখানে একদল সন্ত্রাসী আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আলাউদ্দিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা শুকুর আলী সাতজনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে সিআইডি পুলিশ তদন্ত করছে। তদন্তকালে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শুভ নামে এক যুবককে আটক করে রিমান্ডে নেয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে শুভকে আদালতে সোপর্দ করলে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার ছাড়াও অপর জড়িতদের নাম উল্লেখ করে। এর ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই এসএম আনোয়ার হোসেন গত ২৪ মার্চ রাতে শহরের মণিহার এলাকা থেকে সাইদুর রহমান ওরফে ডিম রিপনকে গ্রেফতার করেন। এরপর গত ২৯ মার্চ রিপনকে সাতদিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ মার্চ অনুষ্ঠিত যশোর পৌরসভার নির্বাচনে কারান্তরীণ অবস্থায় এক নম্বর ওয়ার্ড থেকে সাইদুর রহমান ওরফে ডিম রিপন কাউন্সিলর নির্বাচিত হন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!