খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোরএমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের এক সিদ্ধান্ত মোতাবেক এমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ কারণে কমিটিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে, অপর একটি সূত্র বলেছে সরকারি এমএম কলেজের আসাদ হলে ছাত্রলীগের একাংশের হামলা ও ভাংচুরের ঘটনার জের হিসেবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ওই কমিটি তড়িঘড়িভাবে বিলুপ্ত ঘোষনা করেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!