কুড়িটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের এক বন্দি কিশোর। রোববার অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষের এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষায় ওই বন্দিকে অংশগ্রহণের সুযোগ দেয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কতৃপক্ষ।
রোববার দুপুর ১২টায় যবিপ্রবির ছাত্র শিক্ষক মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দেন ওই বন্দি। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি রয়েছেন।
যবিপ্রবি কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, ওই বন্দিকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর সংশোধনের জন্য তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। আদালতের নির্দেশে গুচ্ছভিত্তিক এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয় যবিপ্রবি কর্তৃপক্ষ।
এর আগে পরীক্ষায় অংশগ্রহণ করতে বেলা ১১টার দিকে ওই বন্দি শিক্ষার্থীকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে যবিপ্রবিতে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা তার নিরাপত্তার দায়িত্ব পালন করে। পরীক্ষা শেষে তাকে ফের শিশু উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন, ভর্তি পরীক্ষার নীতিমালা মেনেই ওই বন্দি শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেয়া হয়েছিল। তার কক্ষের বাইরে পুলিশ মোতায়েন ছিল। সে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পেরেছে। সুযোগ পেলে সে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
খুলনা গেজেট/এএ