খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

ময়মনসিংহ সিটিতে ফের মেয়র টিটু

গেজেট ডেস্ক

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ইকরামুল হক টিটু। এর ফলে ময়মনসিংহবাসী দ্বিতীয়বারের মতো পেল নতুন মেয়র। ১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে টিটু (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট ও তার নিটকতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি (হাতি) প্রতীকে ৩৫ হাজার ৭৬৩ ভোট পেয়েছেন।

জানা গেছে, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!