মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সৈয়দ জাহিদ হোসেন সভাপতি ও আবুল খায়ের আব্দুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জুন) এ্যাসেসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সৈয়দ জাহিদ হোসেন সর্বোচ্চ ভোট পাওয়ায় নির্বাচন কমিশনার তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: জাহাঙ্গির হোসেন ও এম, এ, বাতেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা জেসান ভুট্টো ও মো: মহাসিন। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো: আফছার উদ্দিন।
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের এ নির্বাচন পরিচালনা করেন মুহাম্মদ সামছুল আলম, এস. এম. হাবিব ও মুহাম্মদ মুমিনুল ইসলাম। এ্যাসোসিয়েশন খুলনার অফিস সহকারী সৈয়দ আখতারুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা গেজেট/ আ হ আ