বিরল প্রজাতির দুইটি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)। সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি তক্ষক জব্দ করা হয়। এসময় মৃত্যুঞ্জয় মিস্ত্রি (৪৭) নামে এক চোরাকারবারীকে আটক করে কোস্টগার্ডের অভিযানিক দলটি।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক কর্তৃক মেইল বার্তায় এ তথ্য নিয়ে নিশ্চিত করে জানান, জব্দকৃত বিরল প্রজাতির তক্ষক দু’টির মধ্যে একটির ওজন ৩৬৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং অপরটির ওজন ৩৫৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৪ ইঞ্চি। যেগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা বলে দাবি কোস্টগার্ডের এ কর্মকর্তার। আটককৃত চোরাকারবারী মৃত্যুঞ্জয় মিস্ত্রি খুলনা জেলার দাকোপ উপজেলার গুনারী গ্রামের অরবিন্দু মিস্ত্রি এর ছেলে। জব্দকৃত তক্ষক ও আটক ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এনএম