বাগেরহাটের শরণখোলা উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উল্টে জিয়াদ হাওলাদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তাফালবাড়ি বাজার সড়কের একটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াদ শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াদ নিজেই ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে তাফালবাড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় ভ্যানের একটি চাকা তার গলার ওপর উঠে গুরুতর আঘাত করে।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে জিয়াদকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিশ্বজিৎ ঘোষ জানান, “ভ্যানের চাকার চাপ লেগে জিয়াদের শ্বাসনালী থেঁতলে যায়, যার ফলে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে