খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেসি-নেইমার ঝলকে পিএসজির জয়

ক্রীড়া প্রতিবেদক

শুরু থেকে আধিপত্য ধরে রাখলো পিএসজি। কিন্তু ফরাসি জায়ান্টরা জালের খোঁজ পেল মাত্র একবার। ওই একমাত্র গোলটি এলো পা থেকে। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটিতে বড় ভূমিকা রাখলেন লিওনেল মেসি। আর তাতে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়লো প্যারিসিয়ানরা।
ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজ ব্রেস্তের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির আক্রমণভাগের ত্রয়ী তথা ‘এমএনএম’ (মেসি, নেইমার ও এমবাপ্পে) আজ পার্ক দেস প্রিন্সেসেও আলো ছড়িয়েছেন। তাতে ঘরের মাঠে সর্বশেষ ২০২১ সালের ৩ এপ্রিল লিগ ম্যাচ হারা দলটি দাপট দেখিয়েছে ঠিকই। কিন্তু ফিনিশিং ঠিকঠাক না হওয়ায় ,স্কোরলাইন বড় হয়নি।

ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো পিএসজি। মেসির বাড়িয়ে দেওয়া বল নিয়ে ১০ গজ দূর থেকে শট নেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু বল বাইরের পোস্টে ছুঁয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পর কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়।

৩০তম মিনিটে লক্ষ্যভেদ করেন নেইমার। মেসির উড়িয়ে মারা পাস থেকে বল দারুণভাবে নামিয়ে জোরালো শটে জালে পৌঁছে দেন পিএসজি ফরোয়ার্ড। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিতপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে নেইমারের হলুদ কার্ড দেখা ছাড়া আর তেমন কিছুই ঘটেনি।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে বসে পিএসজি। ৫০তম মিনিটে এমবাপ্পের পাসে বক্সে বল পেয়ে হেড নেন মেসি। তাঁর প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয়। বল বাউন্স খেয়ে ধীরগতিতে পোস্টের নিচের দিকে লেগে দিক হারায়।

৮ মিনিট পর বক্সের সামনে মেসি ও নেইমার বল দেওয়া-নেওয়ার পর এমবাপ্পের দিকে ঠেলে দেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের শট ডান পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপর নির্ধারিত সময়ের একদম শেষদিকে পেনাল্টি স্পট থেকে মার্কিনিয়োসের নেওয়া হেড অল্পের জন্য জাল মিস করলে আর ব্যবধান বাড়ানো হয়নি পিএসজির।

৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে লেন্স। আর এক মাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তিনে মার্শেই।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!