টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লেগ বিফোর হয়েছিলেন পাথুন নিশাঙ্কা। রিভিউ নিয়ে বেঁচে গিয়ে কুশল মেন্ডিসের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন। পরে নিশাঙ্কা ও কুশলকে তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। অন্য ওপেনার দিমুথ করুনারত্নেকে তুলে নেন হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২১ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন উইকেটরক্ষক ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ও চারিথা আশালঙ্ক।
আউট হওয়ার আগে নিশাঙ্কা ৬০ বলে ৪০ রান করেছেন। কুশল মেন্ডিস ৭৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫০ করে আউট হয়েছেন। করুণারত্নে ১৮ রান করে ফিরেছেন।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আটে ব্যাট করা আফিফ হোসেনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে। এছাড়া ওপেনার নাঈম শেখ টিকে গেছেন একাদশে।
খুলনা গেজেট/ টিএ