জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২ উইকেটে ৩০৩ রান করেছে বাংলাদেশ। টপ অর্ডারের চার ব্যাটার তামিম, লিটন, এনামুল ও মুশফিক ফিফটি করেছেন। জবাব দিতে নেমে শুরুর দুই ওভারে ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
জিম্বাবুয়ে ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪ রাটে ব্যাট করছে। ক্রিজে আছেন ইনোসেন্ট কায়া এবং ওয়েলসি মেধেভেরে। এর আগে রেগিস চাকাভা ২ রানে ফিজের বলে বোল্ড হয়েছেন। শরিফুলের বলে তারিসায় মুসাকান্দা ফিরেছেন ৪ রানে।
টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তামিম এবং লিটন ওপেনিং জুটিতে ১১৯ রান যোগ করেন। তামিম ফিরে যাওয়ার আগে ৮৮ বলে আট চারে করেন ৬২ রান। দেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে আট হাজার রান পূর্ণ করেন তিনি।
লিটন দাস ৮৯ বলে আট চার ও এক ছক্কায় ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন তিনি। এরপর দীর্ঘ প্রায় তিন বছর পরে ওয়ানডে দলে ফিরে এনামুল ৬২ বলে ছয়টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন। পরে মুশফিক খেলেন হার না মানা ৫২ রানের ইনিংস। মাহমুদউল্লাহ ২০ রান যোগ করেন।
খুলনা গেজেট / আ হ আ