খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

মুজিব-রশিদ ঘূর্ণিতে আফগানিস্তানের রেকর্ডগড়া জয়

ক্রীড়া প্রতিবেদক

বিশাল এক জয়ে দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু করল এশিয়ার দল আফগানিস্তান। সোমবার (২৫ অক্টোবর) দিনের একমাত্র ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। নিজেদের ইতিহাসে রানের হিসেবে এটিই আফগানদের সবচেয়ে বড় জয়।

শারজায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান জড়ো করে আফগানরা। দলের পক্ষে অর্ধশতক হাঁকান নাজিবউল্লাহ জাদরান। ৩৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রান করেন তিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে হজরতউল্লাহ জাজাই ৩০ বলে ৪৪, রহমানউল্লাহ গুরবাজ ৩৭ বলে ৪৬ ও মোহাম্মদ শাহজাদ ১৫ বলে ২২ রান করেন। অধিনায়ক নবী ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। স্কটিশদের পক্ষে সাফইয়ান শরীফ শিকার করেন জোড়া উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে সুইপ শটে পারদর্শিতা দেখিয়ে ঝড়ো শুরু এনে দেন জর্জ মানসি। তবে স্কটিশদের এই দাপট বেশিক্ষণ চলতে দেননি মুজিব উর রহমান। দ্বিতীয় ওভারে বল হাতে নেওয়া মুজিব একে একে শিকার করেন পাঁচটি উইকেট, মাত্র ২০ রানের খরচায়।

বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে মুজিব গড়েন বিশ্বকাপ অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড, যা তার ক্যারিয়ারেরও সেরা ফিগার। মুজিবের অগ্নিঝরা বোলিংয়ের দিনে স্কটল্যান্ডের ইনিংস থামে মাত্র ৬০ রানে, ১০.২ ওভারে। দলের পক্ষে মানসি করেন সর্বোচ্চ ২৫ রান। ইতিহাসে প্রথমবারের মত তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন কোনো রান না করে।

মুজিবের তাণ্ডবের পর বিধ্বংসী রূপ নেন রশিদ খানও। মাত্র ৯ রানের খরচায় তিনি শিকার করেন চারটি উইকেট।

স্কটল্যান্ডের ৬০ রানের ইনিংসটি তাদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর, যা এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!