জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে। ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের মাথাগোঁজার ঠাঁই করে দিতে সারাদেশে ৫২০ টি থানায় ১ টি করে বাড়ি তৈরী করে দিতে কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসনের সহায়তায় এবং দিঘলিয়া থানা পুলিশের সহযোগিতায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী বালুর মাঠে মনোরম পরিবেশে তৈরি সুদৃশ্য একটি বাড়ির মালিক হতে যাচ্ছেন একটি দুস্থ, অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবার। সেনহাটী মৌজার ২৬০১, ২৪০৬ ও ২৬৭৪ নং দাগে পারুল বিবির নামে ক্রয়কৃত এক কাঠা জমির উপর তিন কক্ষ বিশিষ্ট বাড়িটি তৈরি করা হয়েছে। দিঘলিয়া উপজেলা পরিষদ সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের মৃত হানেফ শেখ এর পুত্র দুস্থ, অসহায়, ভূমিহীন ও গৃহহীন হৃদয় শেখকে ঘরটি উপহার দিচ্ছে বাংলাদেশ পুলিশ।
আগামীকাল রবিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দিঘলিয়া থানায় একটি সহ সারাদেশে ৫২০ জন সুবিধাভোগী পরিবারের হাতে নবনির্মিত এ সব ঘরের চাবি হস্তান্তর করবেন।
ইতিমধ্যে দিঘলিয়া থানায় এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী।
দিনের পর দিন যাদের রাস্তায় কেটেছে দিন। রাতে খোলা আকাশের নিচেই হয়েছে ঘুম । রোদ-বৃষ্টি সঙ্গী করে যাদের জীবন কেটেছে বছরের পর বছর। সেই সব দরিদ্র অসহায় ছিন্নমূল গৃহহীন ও ভূমিহীন কিছু মানুষ বাংলাদেশ পুলিশের সহায়তায় হতে যাচ্ছে একটি বাড়ির মালিক। এ যেন স্বপ্নের মত মনে হচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবারটির জন্য।
শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পুলিশ সেবামূলক কাজের ভূমিকা রাখছে।
আগামীকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের আবাসন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি একই সঙ্গে প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় দিঘলিয়া থানায়ও নারী-শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য বিশেষ সার্ভিস ডেস্কের উদ্বোধন করবেন। এ বিশেষ সার্ভিস ডেস্কের মাধ্যমে বিশেষ করে নারী-শিশু বয়স্ক ও প্রতিবন্ধীরা থানা থেকে বিশেষ সেবা পাবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ।
খুলনা গেজেট/এএ