মেহেদি হাসান মিরাজের পর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। মিরাজ সেঞ্চুরি পূর্ণ করেন ১১৫ বলে। শান্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ১০১ বলে। তার সেঞ্চুরির ইনিংসটি ৯টি চার আর দুটি ছক্কায় সাজানো।
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৩০তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন শান্ত। চলতি বছরে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে৯৩ বলে ১২টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন শান্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি। এর আগে টেস্টে ৪টি সেঞ্চুরি করেন।
৬৩ রানে দুই উইকেট পতনের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে দলের হাল ধরেন মিরাজ। তৃতীয় উইকেটে তারা ১৯০ বলে ১৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
খুলনা গেজেট/ টিএ