৩৪ রানে ৩ ব্যাটনম্যানের বিদায়ে শুরুতেই চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৬০ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
১৪ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ ওভারে ৬০ রান।
কিন্তু ১৫তম ওভারের বার্ড ইভানের দ্বিতীয় ও তৃতীয় বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত আউট হলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ।
৪.৪ ওভারে স্কোর বোর্ডে ৩৪ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা এনামুল হক বিজয়। সিরিজেরে তিন ম্যাচেই ব্যর্থ বিজয়। আগের দুই ম্যাচে ২৬ ও ১৬ রান করা এ তারকা ব্যাটসম্যান এদিন ফেরেন মাত্র ১৪ রানে।
খুলনা গেজেট / আ হ আ