খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার
একদিনের শিলা বৃষ্টিতে নষ্ট ২০৩ হেক্টর জমির ১০ কোটি টাকার তরমুজ 

মাঠে ৬১০ কোটি টাকার তরমুজ, বৃষ্টি ও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নিজস্ব প্রতিবেদক

মাঠ ভরা তরমুজ নিয়ে খুলনার কৃষকদের কান্নার সেই দৃশ্য এখনও ঝাপসা হয়নি। দাম কমে যাওয়ায় গেল বছর ক্ষেতেই নষ্ট হয়েছে কোটি কোটি টাকার তরমুজ। লোকসানের ধাক্কা কাটাতে এবারও আশার বীজ বুনেছিলেন কৃষকরা। তরমুজের ফলনও ভালো হয়েছে। কিন্তু ভারী বর্ষণ এবং দাম নিয়ে দুশ্চিন্তা ভর করেছে কৃষকদের মনে। গত ২১ মার্চ একদিনের শিলা বৃষ্টিতেই নষ্ট হয়েছে ২০৩ হেক্টর জমির প্রায় ১০ কোটি টাকার তরমুজ। এখন মাঠ ভরা তরমুজ দেখেও স্বস্তি পাচ্ছেন না কৃষকরা।

স্থানীয় কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে খুলনা জেলায় তরমুজ চাষ হয়েছিল মাত্র ৪০৭ হেক্টর জমিতে। অল্প সময়ে স্বল্প পুঁজিতে অধিক লাভের আশায় গত কয়েকবছর ধরে খুলনার উপকূলীয় উপজেলাগুলোর কৃষকরা তরমুজ চাষে ঝুঁকেছেন। দিন দিন তরমুজ চাষের পরিমাণও বাড়ছিলো খুলনায়। ২০২১ সালে খুলনায় তরমুজ চাষ হয়েছিল ৭ হাজার ৫১২ হেক্টর জমিতে। বিপুল পরিমাণ মুনাফা হওয়ায় গত বছর অর্থ্যাৎ ২০২২ সালে রেকর্ড পরিমাণ ১৩ হাজার ৯৭০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়।

কিন্তু অতিরিক্ত জমিতে দেরিতে চাষ শুরুই কাল হয়ে দাড়ায় কৃষকদের জন্য। তরমুজ বাজারে আসতে আসতে ঈদ চলে আসে। শুরু হয় বর্ষা মৌসুম। রাতারাতি দাম তলানিতে নেমে আসে। ব্যাপক লোকসানের মুখে পড়েন কৃষকরা। মাঠ থেকে তরমুজ সংগ্রহ করে বিক্রির খরচ না ওঠায় মাঠেই পড়ে ছিলো তরমুজ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, লোকসানের কারণে এ বছর তরমুজ চাষ কমেছে। চলতি বছর খুলনায় ১২ হাজার ২২৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। যা গত বছর থেকে ১ হাজার ৭৪৫ হেক্টর কম। এবার হেক্টর প্রতি ৩৫ থেকে ৪০ মণ ফলনের আশা করছে অধিদপ্তর। তাদের হিসেবে, হেক্টর প্রতি দাম ৫ লাখ ধরে এ বছর ৬১১ কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা ছিলো। কিন্তু শিলা বৃষ্টি ও লাগাতার বর্ষণে সব হিসাব নষ্ট হতে বসেছে।

খুলনার তরমুজ চাষের অর্ধেকই হয় দাকোপ উপজেলায়। এ বছর দাকোপে ৬ হাজার ৩২০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। যা গত বছর থেকে ১ হাজার ২৮৫ হেক্টর কম। দাকোপের পরে বেশি তরমুজ চাষ হয় বটিয়াঘাটা উপজেলায়। এছাড়া কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া অনেক জমিতে তরমুজ চাষ হয়।

সরেজমিন দেখা গেছে, দাকোপের বাণিশান্তা, সুতারখালী, কামারখোলা ও বাজুয়া ইউনিয়নে এবার আগেভাগেই তরমুজ চাষ শুরু করেন কৃষকরা। এসব জমির তরমুজ ৩/৪ কেজি ওজনের হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব তরমুজ বাজারে আসবে। দাকোপের অন্যান্য ইউনিয়ন ও বটিয়াঘাটার তরমুজ বাজারে আসতে আরও ২০/২৫ দিন সময় লাগবে।
কয়রা উপজেলায় এবার আগেভাগে ১ হাজার ২০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। আর ১৫ দিনের মধ্যেই ফসল বাজারে আসবে। এরই মধ্যে গত ২১ মার্চ শিলা বৃষ্টিতে কয়রায় ২০০ হেক্টর এবং পাইকগাছায় ৩ হেক্টর জমির তরমুজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন দুশ্চিন্তায় দিন কাটছে অন্য কৃষকদের।

দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের কৃষক উৎপল রপ্তান জানান, গতবছরের তুলনায় বিঘা প্রতি উৎপাদন খরচ ৪/৫ হাজার টাকা বেড়েছে। তারপরও গতবারের লোকসান পোষাতে ৩ বিঘা জমিতে চাষ করেছেন। কিন্তু বৃষ্টি ও দাম নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।

একই উপজেলার পানখালী ইউনিয়নের কৃষক আজগর হোসেন জানান, গতবছর ১০ বিঘা জমিতে করলেও এ বছর ৩ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। তরমুজ বাজারে আসতে আরও ২০/২৫ দিন লাগবে। এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। ফলন ভালো হলেও বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা কাটছে না।
কয়রা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, লোকসান কাটাতে এবার আগেভাগেই চাষ শুরু হয়েছিল। কিন্তু একদিনের শিলা বৃষ্টিতে ২০০ হেক্টর জমির তরমুজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকার।

দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা কে এম মাকসুদুন্নবী বলেন, লোকসানের কারণে এবার কিছুটা কম জমিতে তরমুজ হয়েছে। তবে গতবারের তুলনায় এবার ফলন ভালো। ভারী বৃষ্টিতে দু’এক জায়গায় গাছ নষ্ট হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, এবার ভালো ফলন হওয়ায় গতবারের ক্ষতি কাটিয়ে ওঠার আশায় ছিলাম। কিন্তু শিলা বৃষ্টি, অতি বৃষ্টিতে দুশ্চিন্তা বাড়ছে। তারপরও হেক্টর প্রতি ৫ লাখ টাকা দাম ধরে ৬০০ কোটি বা কাছাকাছি টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করছি।

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!