খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মাঝ আকাশে বিমানের দরজা খুলে ফেলল যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

যাত্রীবাহী বিমান মাঝ আকাশে থাকাকালীন এক যাত্রী এর দরজা খুলে ফেলেন। দক্ষিণ কোরিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরও বিমান নিরাপদভাবে অতরণ করতে সক্ষম হয় পাইলট। খবর আল জাজিরা

বাণিজ্যিক বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই সিটে বসা থাকা এক যাত্রী বিমানটির এমারজেন্সি দরজা খুলে ফেলেন। তখন ওই বিমানটি মাটি থেকে প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) উঁচুতে ছিল।

দেশটির ট্রান্সপোর্ট মন্ত্রণালয় জানায়, এশিয়ানা এয়ারলাইন্স এয়ারবাস এ৩২১ এ এমন ঘটনা ঘটে। ওই যাত্রীকে দরজা খোলায় বাধা দিলেও সম্ভব হয়নি।

এ ঘটনা ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পরই ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, বাতাসের প্রচণ্ড আগাতে যাত্রীরা বেসামাল হয়ে পড়েছেন।

এশিয়ানা কর্তৃপক্ষ জানায়, বিমানটির দরজা খোলার পর অনেকের শ্বাসকার্যে সমস্যা দেখা দেয়। বিমানটির অবতরণ করার পরই নয় জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। কী কারণে সে বিমানের দরজা খুলেজে সে বিষয়টি এখন স্পষ্ট নয় বলে জানায় এলারলাইন্স কর্তৃপক্ষ।

৪৪ বছর বয়সী এক যাত্রী ইয়নহাফ নিউজ এজেন্সিকে বলেন, আমি মনে করেছিলাম বিমানটি বিস্ফোরিত হতে যাচ্ছে। এবং যারা দরজার পাশে ছিল তারা অজ্ঞান হয়ে যাচ্ছিল।

তিনি আরও বলেন, তখন কেবিন ক্রুরারা বিমানটিতে কোনো ডাক্তার যাত্রী আছেন কিনা তার ঘোষণা দিতে থাকেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!