খুলনার শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক জরুরী সভা আজ রবিবার সন্ধায় আ: গাফফার ফুড মোড়ে অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা আমির মুন্সির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, মোঃ আইনউদ্দিন, সৈয়দ আলী প্রমুখ ।
সভা থেকে মহসেন জুট মিলের যে সকল শ্রমিকরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় আগামি ২৬ জুলাই বিকেল ৫ টায় মহসেন জুট মিলগেটে দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া চলতি সপ্তাহের ভিতর শ্রমিক কর্মচারী চূড়ান্ত পাওনাদি পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।
খুলনা গেজেট/ টি আই