খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

মহসেন জুট মিলস শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি

ফুলবাড়িগেট প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় মুজুরি বোর্ডের সদস্য ও মহসেন জুট মিল সিবিএ সাবেক সভাপতি শহিদুল্লাহ খা, ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন নব নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাব উদ্দিন, ইব্রাহিম কাগজি , ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নেতা আঃ সালাম, মুন্সি লিয়াকত আলী, সেকেন্দার আলী, আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মহসেন জুট মিলের ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।

এ দিকে গত ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করায় শ্রম পরিচালক বাদি হয়ে মিলের চেয়ারম্যান সৈয়দ সাদেক মোহাম্মাদ আলী, ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আজম ও নির্বাহী পরিচালক তাওহীদ উল ইসলামের বিরুদ্ধে ফৌজদারী অপরাধে শ্রম আদালতে মামলা দায়ের করেন। এ মামলার প্রথম ধার্য তারিখে ১৭ সেপ্টেম্বর মালিক পক্ষ আদালতে হাজির হন।

শ্রমিকদের পক্ষে মামলার বাদী শ্রম পরিচালক মিজানুর রহমান নিজেই শুনানিতে অংশগ্রহণ করেন এবং আসামিদের জামিনের ঘোর বিরোধিতা করেন।

এ সময় আসামিরা কাঠগড়ায় দাড়িয়ে বলেন, ‘শ্রমিকের টাকা অতিদ্রত পরিশোধ করা হবে।’ শুনানি শেষে আদালত মামলার আসামীদের আগামি ৬ অক্টোবর পর্যন্ত অন্তবর্তিকালীন জামিন দেন।

এসময় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘৭ বছর মিলটি শ্রম আইন লংঘন করে এক নোটিশে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের চাকুরীচ্যুত করেন। দীর্ঘ ৭ বছরেও মালিক মিল এলাকায় আসেনি এবং শ্রমিক কর্মচারীদেরও কোন খোঁজ খবর নেয়নি। সাধারণ শ্রমিক কর্মচারীরা দির্ঘ আন্দোলনের পর শ্রমিকদের কথা বিবেচনা করে শ্রম পরিচালক বাদি হয়ে মালিকদের নামে মামলা দায়ের করেন। মামলায় নিজেকে বাঁচানোর জন্য আদালতের কাঠগড়ায় দাড়াতে হয়েছে।’

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘চুড়ান্ত পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত শান্তিপুর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।’ ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় মহসেন জুট মিল শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভার মধ্য দিয়ে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!