খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

মনে প্রাণে জাতির জনকের চেতনা লালন করলে দেশ আরও এগিয়ে যাবে : এমপি মিলন

মোরেলগঞ্জে প্রতিনিধি

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, স্বাধীনতার সুযোগ-সুবিধা সকলে ভোগ করছে কিন্তু ইতিহাস অনেকে ভুলে গেছে। জাতির জনকের মতাদর্শ ও চেতনা লালন করলে কেউ অনিয়মে নিমজ্জিত হতে পারেনা। দেশ আরও এগিয়ে যাবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বেলা ১২টায় তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও ফাহিমা ছাবুল

। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও আকন হাবিবুর রহমান। এর আগে পোলেরহাট হতে বেগপাড়া পর্যন্ত ইটসোলিং রাস্তার কাজের উদ্বোধন করেন এমপি মিলন।

অপরদিকে, মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তাব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার, সহ-সভাপতি রুহুল আমীন চান মিয়া, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক মো. মারুফ উর রহমান জোমাদ্দার, ছাত্রলীগ নেতা রিয়াদুল ইসলাম শেখ, মাহফিজুর রহমান রাব্বি, এইএম নকিবুল ইসলাম, রিয়াজুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!