খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  আজ খুলছে সব স্কুল-কলেজ
  রাতভর জ্বলছে সুন্দরবন, দেড় কি.মি. এলাকাজুড়ে আগুন

মতের অমিল হওয়ায় এজলাস ছাড়লেন বিচারপতি

গেজেট ডেস্ক

কনিষ্ঠ বিচারপতির সঙ্গে জ্যেষ্ঠ বিচারপতির মতের মিল না হওয়ায় হাইকোর্টের একটি বেঞ্চের বিচারকাজ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এমন ঘটনা ঘটেছে।

আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক হাইকোর্টে রাখা যায় কিনা এ বিষয়ে আদালতকে দুদকের আইনজীবী বলেন, দুদকে জনবল সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন অফিসার বসিয়ে রাখা সম্ভব নয়। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবী উদ্দেশ্য করে বলেন, যেসব কর্মকর্তা দুদকের ‌মামলা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদেরকে এখানে এনে বসিয়ে রাখুন।

তখন বেঞ্চের কনিষ্ঠ এস এম বিচারপতি মুজিবুর রহমান বলেন, দুদকের কী আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন। এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এতো কথা বললে তো সমস্যা। এরপর কনিষ্ঠ বিচারপতি বলেন, তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকারটা কী? তখন জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এজলাস ছেড়ে চলে যান।

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদককে বলেছিলেন যে এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে একজন সার্বক্ষণিক দুদক কর্মকর্তা রাখা যায় কি-না, সে বিষয়টি দেখতে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!