যশোরের মণিরামপুরে ভিক্ষুক কুলসুম বেগমের সংগ্রহ করা ৪/৫ কেজি চাল সহ পুরাতন কাপড়ের ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় পৌর শহরের চাউল পট্টিতে এ ঘটনা ঘটে। ভিক্ষার চাল হারিয়ে কুলসুমের আহাজারি দেখে ব্যবসায়ীরা সহ উপস্থিত অনেকেই হতবাক হয়েছেন।
জানাযায়, উপজেলার ভরতপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী ভিক্ষুক কুলসুম বেগম অন্যান্য দিনের মতো মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ৪/৫ কেজি চালসহ ব্যবহারের জন্য কিছু পুরাতন কাপড় সংগ্রহ করে। তিনি সাহায্য নিয়ে বিকেল ৩টার দিকে পৌর শহরের চাউল পট্টিতে এসে চাল ব্যবসায়ী হরির সাথে কথা বলে, হরির পাশে তার ব্যাগটি রেখে কিছু সময়ের জন্য পাশ্ববর্তী এলাকায় সাহায্য চাইতে যান। ফিরে এসে তিনি দেখতে পান তার চালসহ পুরনো কাপড়ের ব্যাগটি সেখানে নেই। এসময় তিনি অঝোরে কাঁদতে থাকলে ব্যবসায়ীসহ উপস্থিত অনেকেই জানতে পারেন তার ভিক্ষা করা চালসহ কাপড়ের ব্যাগ কে-বা কারা চুরি করে নিয়ে গেছে।
বিষয়টি জানার পর পরই চাউল পট্টিতে গিয়ে জানতে চাইলে চাল ব্যবসায়ী হরি বলেন, ভিক্ষুকের ব্যাগ হারিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এসময় চাল ব্যবসায়ী ইসমাইল হোসেন ও আনোয়ারুলসহ কয়েকজন ক্ষোভের সাথে বলেন, ভিক্ষুকের চাল চুরি করার মত মানুষ এ সমাজে এখনও আছে?
ভিক্ষুক কুলসুম বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, গত সোমবার বাড়ির পাশে একজনের নিকট থেকে চাল ধার করে ভাত খেয়েছিলাম। ভেবেছিলাম সাহায্যের এ চাল থেকে তা পরিশোধ করব। কিন্তু তা আর হলোনা। এক পর্যায় তিনি প্রায় এক ঘন্টা ধরে তার খোয়া যাওয়া চাল ও পুরাতন কাপড়ের ব্যাগ বিভিন্ন স্থানে খুঁজলেও তা পাননি। এসময় তার আহাজারী-কান্না দেখে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী তাদের দোকান থেকে তাকে অল্প কিছু পরিমাণ চাল সাহায্য করেন।
খুলনা গেজেট/ এস আই