যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে বাসের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।
আহত তিনজনকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন ভ্যানে থাকা অন্য তিন যাত্রী। খবর পেয়ে মনিরামপুর থানা ও হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাস ও চালক আব্দুল গণিকে আটক করা হয়। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে বলে জানিয়েছেন ওসি বাবলুর রহমান।
খুলনা গেজেট/এএজে