যশোরের মণিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক মুদি দোকানির ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি লক্ষ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। উপজেলার নেংগুড়াহাট বাজারে তার মুদি দোকান রয়েছে।
শনিবার(১৯ মার্চ) রাতে উপজেলার লক্ষ্মণপুর এলাকার উজ্জ্বলের ঘেরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘেরের পাড় থেকে বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোন ও মৃতদেহ উদ্ধার করেছে।
পুলিশসহ স্থানীয়রা জানান, ব্যবসা করতে গিয়ে বিল্লাল অনেক ঋণ করেন। এ নিয়ে স্ত্রীর সাথে তার প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার বিকেলে স্ত্রীর সাথে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর ফেরেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের ঘেরে স্বামীর ভাসমান মৃতদেহ দেখতে পান স্ত্রী আমেনা খাতুন। স্থানীয়দের ধারণা বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে।
এ ব্যাপারে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সাথে অভিমান করে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
খুলনা গেজেট/ এস আই