মণিরামপুরে ভিক্ষুক কুলসুম বেগমের চাল চুরির ঘটনা বুধবার (১৪ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে বিকেলে ভিক্ষুকের বাড়িতে ছুটে যান মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। এসময় তিনি ভিক্ষুক পরিবারের হাতে চাল ও নগদ টাকাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান, ভিক্ষুকের চাল ও কাপড়ের ব্যাগ চুরির ঘটনা জানার পর তিনি উপজেলার ভরতপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী ক্ষতিগ্রস্থ ভিক্ষুক কুলসুম বেগমের বাড়িতে ছুটে গিয়ে দেখতে পান তাদের খুপড়ি ঘর। এসময় তিনি মানবতার দৃষ্টিকোণ থেকে ভিক্ষুক পরিবারকে ২০ কেজি চাল, নগদ ১’হাজার টাকা ও আলু-ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৩ এপ্রিল) ভিক্ষুক কুলসুম বেগম বিভিন্ন গ্রাম ঘুরে সাহায্যের ৪/৫ কেজি চাল ও পুরনো কাপড়ের ব্যাগ নিয়ে বিকেল মণিরামপুর পৌর শহরের চাউল বাজারে এসে এক দোকানের পাশে তার ব্যাগটি রেখে পাশ্ববর্তী স্থানে সাহায্য চাইতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি জানতে পারেন তার ভিক্ষা করা চালসহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে।
খুলনা গেজেট/ এস আই