খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

জাপান থেকে মোংলায় এলো ৭৬১ বিলাসবহুল গাড়ি

নিজস্ব প্রতিবরদক,বাগেরহাট

জাপান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৬১ টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়া পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে এসে জাহাজটি নোঙর করে।

এর আগে গত ১৬ নভেম্বর, জাপান থেকে আসা সিঙ্গাপুর বন্দর থেকে ১হাজার ১৮০টি গাড়ি বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে ৪১৯টি গাড়ি খালাস করা হয়।

এর মধ্যে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকোয়া, নোয়া, মিনিবাস ও এ্যাম্বুলেন্সসহ একাধিক ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি রয়েছে। গাড়িগুলো প্রথমে জাপানের নাগোয়া, ইউকোহামা ও ওসাকা বন্দর থেকে বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি এনে সিঙ্গাপুরে রাখা হয়। বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা এসব গাড়ি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালশিয়ান স্টার’ নামের জাহাজ বোঝাই করে নৌপথ পাড়ি দিয়ে মোংলা বন্দরে এসে নোঙ্গর করে ।

জাহাজটির পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, জাহাজটির গাড়ি খালাস শুরু হয়েছে।খালাস শেষে জাহাজে আসা তাদের আমদানিকারকরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ছাড়িয়ে নেবেন।

খুৃলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!