খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

ভোমরা বন্দরে দ্বিতীয় দিনের মত অভিযান চালাল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পেঁয়াজ মজুদ করায় দ্বিতীয় দিনের মত অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (২০ মার্চ) বেলা একটার দিকে এ অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের সতর্ক করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন দ্বিতীয় দফায় এই অভিযান পরিচালনা করেন।

এসময় বন্দরের আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন। মূল্য স্থিতিশীল রাখতে এবং কোন ধরনের সংকট যাতে না হয় সেজন্য রমজানের আগেই মজুতকৃত পেঁয়াজ মেমোসহ বাজারে বিক্রির নির্দেশনা দেন তিনি।

ভোমরা স্থল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান এসআর ইন্টারন্যাশনালের সত্বাধিকারী সাদ্দাম হোসেন জানান, বাজারের খুচরা ব্যবসায়ীরা পেয়াজের মূল্যবৃদ্ধি করছে। প্রচুর পেঁয়াজ রয়েছে খুচরা বিক্রেতারা কিনতে আসছেন না বন্দরে। সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করছে তারা। তারা পেঁয়াজ মজুত করবেন না বলে অঙ্গীকার করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করার যে চেষ্টা চলছে সে বিষয়ে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে, ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় খুচরা বাজারে পেয়াজের মূল্য কেজিতে ৮-১০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে রমজানের আগেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে পেঁয়াজের বাজারে। বন্ধের পূর্বের ১০ দিনে ভোমরা বন্দর দিয়ে আমদানি হয়েছে ৯৭৪ ট্রাক ভারতীয় পেঁয়াজ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!