নৌযান চলাচলে বাধার নিষেধাজ্ঞা অমান্য করে যশোরে ভৈরব নদের ওপর তিনটি সেতু নির্মাণ করা হচ্ছে। এ কাজ অব্যাহত রাখায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কতৃপক্ষের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার সন্ধ্যায় থানায় বিআইডব্লিউটি এর খুলনার নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের প্রধান পাইলট মানিক চৌধুরী এ অভিযোগ করেন।
থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ’র ছাড়পত্র ব্যতীত ভৈরব নদের উপর যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা, দাইতলা ও রাজারহাটে তিনটি সেতু নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এ সেতু তিনটি নিচু করে নির্মাণ করা হচ্ছে, যার ফলে নৌযানের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। এ কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করে।
নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর পরিচালক (ভারপ্রাপ্ত) নৌ-সংরক্ষণ ও পরিচালক বিভাগ পশ্চিম ব-দ্বীপ খুলনার যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন পত্র প্রদান করেন। কিন্তু বুধবার সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে। ফলে তার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় কোতোয়ালি থানায় এ অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন, “বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা থানায় এসে অভিযোগ করেছেন। দু’টিই সরকারি প্রতিষ্ঠান, এ কারণে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার জন্য।
এদিকে, এর আগে ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ উচ্চ আদালতে এ সেতু তিনটির কাজ বন্ধ করার জন্য রিট পিটিশন করেন। উচ্চ আদালত আইন মেনে কাজ করার নির্দেশনা দিলেও এলজিইডি সেই নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, থানায় অভিযোগের বিষয়টি তিনি জানেন না। আর রিটের পর আদালতের নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় সেতুগুলোর নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। থানায় অভিযোগ দায়েরের বিষয়টি তিনি খোঁজ নেবেন বলে জানান।
খুলনা গেজেট/ টিএ