খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

ভালোবাসা দিবসে চৌগাছা থানা পুলিশের ব্যতিক্রম আয়োজন

চৌগাছা প্রতিনিধি

বিশ্ব ভালোবাসা দিবসে যশােরের চৌগাছা থানা পুলিশ ব্যতিক্রম এক আয়ােজন করেন। বুধবার সকাল থেকেই থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগণ স্বাধীনতা ভাস্কর্যে উপস্থিত হয়ে সর্বসাধারনের মাঝে ফুল বিতরণ করেন। মানুষকে সব বিষয়ে সচেতন করতেই মুলত এই ব্যতিক্রম আয়ােজন বলে জানা গেছে।

বিশ্ব ভালোবাসা দিবসের দিন বুধবার সকাল থেকেই চৌগাছা থানা পুলিশ উপজেলার প্রাণকেন্দ্র বল খ্যাত স্বাধীনতা ভাস্কর্য মােড়ে উপস্থিত হয়ে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকল শ্রেনী পপশার মানুষের হাতে একটি করপ গােলাপ ফুল তুলে দিয়ে দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানান। পুলিশের ব্যতিক্রম কার্যক্রম মানুষ সন্তোষ প্রকাশ করেন। ব্যবসায়ী মুক্তার হােসেন, পথচারী রফিকুল ইসলাম, ভিক্ষুক ফিরােজ হােসেন বলপন, পুলিশকে এমন কাজে নিয়ােজিত হতে দেখেনি। আজ চৌগাছা থানা পুলিশের এমন একটি কাজ দেখে ভিষন ভাল লাগছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, দিবসটি উপলক্ষে নানা ভাবে মানুষকে সচেতন করতেই এই উদ্যােগ। তিনি বলেন, একজন বাইক চালক হেলমেট ছাড়াই সড়কে এসেছেন, তাকে থামিয়ে এ বিষয় সচেতন করার পাশাপাশি তাকে ফুল দিয়েছি। সড়কে ট্রাক চালককে থামিয়েছি, সে হয়তো ৩/৪ দিন বা তারও বেশি সময় সড়কেই আছেন। আজ ফিরবে নিজ ঠিকানায়। ওই চালক যেন সড়কে আরও সচেতন ভাবে চলাচল করেন সেই বার্তা পৌচ্ছে দিয়েছি এবং ফুল হাত দিয়ে তাকে বলেছি আপনি ফুলটি বাড়িতে নিয়ে পরিবারের হাতে তুলে দিবেন। কার্যক্রম সকাল হতে চলে দুপুর পর্যন্ত।

এ সময় থানার ওসি তদন্ত জেল্লাল হােসেন, সেকেন্ড অফিসার লােকমান হােসেন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, রিপাের্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হােসেন সাগর, রেজাউল করিম সাগরসহ থানা পুলিশর অধিকাংশ অফিসার ও সদস্য উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!