এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কলম্বোয় অনুষ্ঠিতব্য ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যে কারণে ভারত-পাকিস্তান ম্যাচে একদিনের রিজার্ভ ডে-রাখা হয়েছে। অন্যান্য ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও স্রেফ ভারত-পাকিস্তান ম্যাচেই কেন রিজার্ভ ডে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
সেই বিতর্কের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে বলেছেন, ‘এসিসিতে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) ছয় দেশের প্রতিনিধি রয়েছেন। হয়ত অন্য কারণে এ রিজার্ভ ডে-র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ঠিক নয়। আমাদের ম্যাচেও তো অতিরিক্ত একদিন রাখা যেত। এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ সিদ্ধান্ত যা নেওয়ার তা ইতোমধ্যেই হয়ে গেছে। যদি আমাদের মতামত নেওয়া হতো, নিশ্চয়ই আমরা বক্তব্য জানতাম।’
হাথুরুসিংহের মতো একই সুরে কথা বলেছেন শ্রীলংকান কোচ সিলভারউড। তিনি জানিয়েছেন, ‘অবশ্যই আমি অবাক। আমরা আয়োজক নই। তাই এ বিষয়ে আমরা কিছু করতে পারব না।’
বাংলাদেশ এবং শ্রীলংকা কোচের মন্তব্যেই স্পষ্ট- ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে নিয়ে আয়োজক দেশসহ অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাই করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
হাতুরুসিংহের এমন মন্তব্যের পর তার পাশে না দাঁড়িয়ে উল্টো কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিও বিসিবি জানায় ‘সব দলের সম্মতির ভিত্তিতেই সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে।’
খুলনা গেজেট/ টিএ