বৃষ্টির শঙ্কা মাথায় ছিল আগেই। তাই এশিয়া কাপের সুপার ফোরে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচেই রাখা হয়েছিল রিজার্ভ ডে। গতকাল ২৪ ওভার শেষেই বৃষ্টি নামলে আর মাঠে গড়ায়নি বল। তাই ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। তবে কলম্বোতে এখন পর্যন্ত বৃষ্টি থামেনি, ম্যাচ সময়মতো অনুষ্ঠিত হবে কি না, এ নিয়েই রয়েছে শঙ্কা।
স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) আজ খেলা শুরু হওয়ার কথা। তবে বৃষ্টির পূর্বাভাস বলছে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ।
ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না। যদি তাই হয় রিজার্ভ ডেও ভেসে যাবে বৃষ্টিতে। তখন পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে। আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভক্তরা।
খুলনা গেজেট/ টিএ