খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

ভারত থেকে প্রেমের টানে আসা কিশোরীকে বেনাপোল দিয়ে ফেরত

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রেমের টানে আট মাস আগে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে আসা কিশোরী শাহানা ইয়াসমিন মিনকে (১৪) আটক করে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের পুলিশ। বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে ভারতের পেট্রাপোল চেকপোস্টে স্বজনদের কাছে হস্তান্তর করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

এর আগে কিশোরী মিনকে কক্সবাজারের উখিয়া থেকে উদ্ধার করে সিআইডি পুলিশ। শাহানা ইয়াসমিন মিন ভারতের মালদহ জেলার চাতলা থানার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজারের উখিয়ার আনসারী কামাল নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সীমান্তের চোরাপথ দিয়ে আট মাস আগে বাংলাদশে পালিয়ে আসে ওই কিশোরী। মেয়েকে ফেরত পেতে তার বাবা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করেন। সেই সূত্রে খবর পেয়ে বিষয়টি আমলে নেয় বাংলাদেশের সিআইডি পুলিশ। তাকে উদ্ধারের পর কক্সবাজারের একটি বেসরকারি সংস্থার শেল্টার হোমে রাখা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে মেয়েকে বাবার হাতে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, ইমিগ্রেশন পুলিশের ওসি রাজু আহম্মেদ, বিজিবির সুবেদার আরশাফ হোসেনসহ বেসরকারি সংস্থা (এনজিও) জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!