খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত দেড় লাখের বেশি, ওমিক্রন শনাক্ত ৫৫২

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে দেড় লাখ ছাড়িয়ে গেল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। শনিবারের তুলনায় আক্রান্ত বাড়ল ১২ শতাংশেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন। তার মধ্যে ওমিক্রনে আক্রান্ত তিন হাজার ৬২৩ জন।

পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০.২১ শতাংশ। ২ জানুয়ারি যেখানে এই হার ছিল তিন শতাংশের নীচে। মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো ছবিটা বদলে গিয়েছে।

সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। সুস্থতার হার ৯৬.৯৮। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার মধ্যে মুম্বইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। তার পরই রয়েছে দিল্লি। ২০ হাজার ১৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন রাজধানীতে। যা গত বছরের মে-র পর দৈনিক আক্রান্তের হিসাবে সর্বোচ্চ।

২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ফলে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৯। তার পরই রয়েছে দিল্লি। ৫১৩ জন আক্রান্ত হয়েছেন এখানে। পাশাপাশি, এক হাজার ৪০৯ জন ওমিক্রন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!