ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এই পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। বুধবার থেকে আবার সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতর পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। আগামীকাল বুধবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ‘বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।’
খুলনা গেজেট/এনএম