খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

ভারতের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

শুরুতে দুই দলই হোঁচট খায় দ্রুত উইকেট হারিয়ে। প্রথম ৫ ওভারে দুই উইকেট হারায় ইংল্যান্ড ও ভারত। তবে শেষ হাসিটা হাসে ভারত। রিশাভ পান্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের টার্গেটে পৌঁছে যায় সফরকারী ভারত। ৪৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়ে যায় রোহিত শর্মার দল।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১১০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে ১০ উইকেটে ভারত জিতলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ভারতের বিপক্ষে ১০০ রানের বড় জয় নিয়ে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

আর তিন নম্বর ম্যাচটি নিজেদের করে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় রোহিত শর্মার দল।

ভারতের উইকেটকিপার ব্যাটার পান্ট ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন। ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। এ যাত্রায় তিনি ১৬ টি চার ও দুটি ছক্কার মার মারেন।

ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক ইংল্যান্ডকে। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আসে মাত্র ১২ রান। ওপেনিং ব্যাটার জেসন রয় টিকে থাকলেও শূন্য রানের ব্যবধানে পর পর দুই উইকেট হারায় ইংলিশরা।

জনি বেয়ারস্টো ও জো রুট সমান সংখ্যক ৩ বল খেলে শূন্য রানে আউট হন। ভারতের বোলার হার্দিক পান্ডিয়ার হিসেবি বোলিংয়ে বিফলে যায় জস বাটলারের ৬০ রানের ইনিংসটি। স্বাগতিক ব্যাটারদের মধ্যে বলার মতো রান পেয়েছেন ওপেনার জেসন রয় (৪১), মঈন আলী (৩৪) ও ক্রেইগ ওভারটন (৩২)

বল হাতে দাপট দেখিয়ে ২৪ রান খরচায় ৪ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া ২ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। ৩ উইকেট গেছে যুজবেন্দ্রর চাহালের ঝুলিতে। আর বাকি ১ উইকেট রবীন্দ্র জাদেজার।

ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল খেলে ১ রান করে শুরুতেই বিদায় নেন শিখর ধাওয়ান। আর ১৭ বলে ১৭ রান করে অধিনায়ক রোহিত শর্মা আউট হলে ধাক্কা খায় সফরকারীরা। তখন ২ উইকেট হারিয়ে ২১ রান জমা হয়েছে ভারতের স্কোর বোর্ডে।

ভারতের সিরিজ জয়ের ম্যাচেও বরাবরের মত আলো ছড়াতে ব্যর্থ কোহলির ব্যাট। ২২ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর সুরিয়াকুমার খেলেন ২৮ বলে ১৬ রানের ছোট একটি ইনিংস।

সুরিয়াকুমার আউট হওয়ার আগে সঙ্গ দেন রিশভ পান্টকে। এর পর পান্টের সঙ্গে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। দুই জনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে এগুতে থাকে ভারত। তবে ৫৫ বলে ৭১ রানের মারকুটে এক ইনিংস খেলে পন্ডিয়া আউট হলে পান্টকে সঙ্গ দিতে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা।

পান্টের ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের সাথে জাদেজার ১৫ বলে ৭ রান ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

ইংল্যান্ডের পক্ষে রিস টপলি নিয়েছেন ৩ উইকেট। ব্রাইডন কর্স ও ক্রেইগ অভার্টন একটি করে উইকেট সংগ্রহ করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!