চলমান এশিয়া কাপে একমাত্র দল হিসেবে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করছে বাবর আজমের পাকিস্তান। গ্রুপপর্বের পর এবার সুপার ফোরের ম্যাচেও তারা একই পথে হাঁটছে। ভারতের বিপক্ষে আজ রোববার ম্যাচের জন্য গতকাল একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ খেলেছিল, একই দল নিয়ে এবার তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে। টাইগারদের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছিলেন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। তার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ফাহিম আশরাফ আগের ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করেছেন।
এদিকে, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করছেন পাকিস্তানি পেসাররা। ফাহিমকে দলে নিয়ে তারা পেসের শক্তি আরও বাড়িয়েছে। তিন বিশেষজ্ঞ পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর পেস বোলিং অলরাউন্ডার ফাহিম বাংলাদেশি ব্যাটারদের ভালোই পরীক্ষা নিয়েছিলেন। এর আগে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে তিন পেসার মিলেই তুলে নিয়েছিলেন ১০ উইকেট। শুরুতেই ভারতীয় ব্যাটিংকে তারা নাড়িয়ে দিয়েছিলেন। যদিও পরে ঈষাণ কিশান ও হার্দিক পান্ডিয়া সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন। দুজনেই খেলেছেন ৮০-ঊর্ধ্ব ইনিংস।
অন্যদিকে, বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে ব্যাটিং করার সুযোগ পায়নি পাকিস্তান। একই ব্যাটিং লাইনআপ নিয়ে পরে বাবরের দল বাংলাদেশের বিপক্ষে নেমেছিল। তবে ব্যাটারদের নিয়ে তেমন সমস্যায় পড়েনি পাকিস্তান। ফলে একই ব্যাটিং অর্ডার দেখা যাবে ভারতের বিপক্ষেও। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
অবশ্য কালকের ম্যাচেও প্রবল বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের জন্য একদিন রিজার্ভ-ডেও রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলি (এসিসি)। সে কারণে কালকের ম্যাচটিতে দুদল ন্যুনতম ২০ ওভার না খেললে, পরেরদিনও (সোমবার) তাদের খেলার সুযোগ রয়েছে। এসিসির এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও এতে সমর্থন দিয়েছে টুর্নামেন্টে টিকে থাকা বাকি দুই দল বাংলাদেশ-শ্রীলঙ্কা।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
খুলনা গেজেট/এনএম