খুলনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নগরের খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বড় ভাই রুবেলকে আটক করেছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেরছ, নিহতের নাম পারভেজ শেখ। তিনি খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জাহিদুল শেখের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন। পারভেজ তার স্ত্রীকে প্রায়ই মরধর করতেন। বুধবার রাতে তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে বড় ভাই রুবেল বাঁশের লাঠি দিয়ে ঘাড়ে দুইটি আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসার জন্য বড় ভাই রুবেল অসুস্থ পারভেজকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন, পারভেজ মাদকাসক্ত ছিলেন। প্রায়ই এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হত। বুধবার রাতে পারেভেজ স্ত্রীকে মারধর করতে থাকলে বড় ভাই রুবেল এসে তাদের ঠেকাতে যায়। এরপরে বড় ভাই রুবেল বাঁশের চটা দিয়ে পারভেজের ঘাড়ে পরপর দুই আঘাত করে। এ সময় পারভেজ অসুস্থ হয়ে পড়লে বড় ভাই রুবেল তাকে নিয়ে ফুলতলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। রুবেলকে আটক করা হয়েছে। পরিবার অভিযোগ দিলেই থানায় মামলা হবে।
খুলনা গেজেট/ এস আই