খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত
  গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হামাস
  সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

ব্রাজিলে পাথরখণ্ড ভেঙে পানিতে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে একটি ঝরনার ওপরে থাকা বড় একটি পাথরখণ্ড ভেঙে নিচে পড়ার পর কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের একটি ঝরনায় এই ঘটনা ঘটে।

ব্রাজিলের অগ্নিনির্বাপণ দফতরের বরাত দিয়ে রোববার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের মিনাস গেরায়িস প্রদেশের ক্যাপিটলীয় হ্রদের একটি ঝরনার সামনে ঘুরতে যান মোটরচালিত কয়েকটি নৌকাবোঝাই পর্যটক। একপর্যায়ে ঝরনার একটি বড় পাথরখণ্ড ভেঙে হ্রদের পানিতে পড়লে তীব্র ঢেউয়ের শব্দ হয়। আর এতে ঘটনাস্থলেই সাতজন নিহত এবং আরও নয় জন গুরুতর আহত হন। এছাড়া নিখোঁজ হন আরও ৩ জন।

সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি প্লাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বড় আকারের পাথরখণ্ড ভেঙে পড়ার সময় আতঙ্কে চিৎকার করছেন পর্যটকরা। ভিডিওতে পাথর ভেঙে পড়ে পর্যটকবোঝাই দু’টি নৌকা ছিন্নভিন্ন হয়ে যেতে দেখা যায়।

ব্রাজিলীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স বলছে, দুর্ঘটনার পর এখনও ৩ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা সেখানে তল্লাশি চালাচ্ছেন। এছাড়া অন্যরা প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বড় পাথরখণ্ড ভেঙে ঝরনার পানিতে পড়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩২ জন আহত এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঝরনায় পাথর ভেঙে পড়ার ঘটনায় অনেকের শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে গেছে। এছাড়া এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মাথায় ও মুখে প্রচন্ড আঘাত পেয়েছেন। এছাড়া হালকা আহত আরও ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের মিনাস গেরায়িস প্রদেশে গত দুই সপ্তাহ ধরে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সেখানকার পাথরের বন্ধন অনেকটা দুর্বল হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার পাথর ভেঙে পড়ার পৃথক একটি ঘটনায় দেশটির একটি মহাসড়ক বন্ধ হয়ে যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!