খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

ব্যাটিং দুর্দশায় বড় হারের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

চমৎকার বোলিংয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন খালেদ-মিরাজরা। কিন্তু ব্যাটাররা পারেননি হাল ধরতে। টেস্ট ক্রিকেটে আরেকবার ব্যাটিং দুর্দশার করুণ চিত্র দেখালেন বাংলাদেশের ব্যাটাররা। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় হারের অপেক্ষায় বাংলাদেশ।

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন শেষে ছয় উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। দিন শেষে উইকেটে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। তাঁর সঙ্গে ১৬ রানে অপরাজিত নুরুল হাসান সোহান। ওয়েস্ট ইন্ডিজের লিড থেকে ৪২রানে পিছিয়ে থেকে আগামীকাল সোমবার টেস্টের চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ।

আজ রোববার দিনের দ্বিতীয় সেশনে প্রথম ইনিংসে ৪০৮ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ করা কাইল মায়ার্স খেলেছেন ২০৮ বলে ১৪৬ রানের ইনিংস। ১৭৬ রানের লিড পায় ব্র্যাথওয়েটের দল।

এই ১৭৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। বরাবরের মতো ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। দলীয় ৩২ রানের মধ্যেই একে একে বিদায় নেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও এনামুল হক বিজয়।

২২ রানের মধ্যে দুই ওপেনারকে বিদায় করেন কেমার রোচ। ক্যারিবীয় বোলারের অফ স্টাম্পের বেশ বাইরের বল মোকাবিলা করতে গিয়ে কট বিহাইন্ড হন তামিম (৪)। এরপর স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জয় (১৩)। উইকেটে এসে থিতু হতে পারলেন না বিজয়ও। সেই রোচের বলে তিনিও কাটা পড়েন। বিজয়কে এলবির ফাঁদে ফেলেন রোচ।

দলের বিপদে হাল ধরতে পারেননি লিটন দাসও। আশা জাগিয়ে এলবির ফাঁদে পড়ে তিনিও বিদায় নেন। ১৯ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর কিছুক্ষণ চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসানের জুটি। ৪৭ রানের এই জুটি ভাঙেন রোচ। ৪২ রান করে ফেরেন শান্ত। এরপর বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসানও। ছয় উইকেট হারানোর পর দিনের বাকি অংশ নুরুলকে নিয়ে কাটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

পাঁচ উইকেটে ৩৪০ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি অফ স্পিনারের ঝুলিয়ে দেওয়া বল বুঝতে পারেননি জশুয়া। সুইপ করার চেষ্টায় টাইমিং ঠিক রাখতে পারেননি। ফলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। ১১৫ বলে ২৯ রান করে আউট হন তিনি।

উইকেটে আসা আলজারি জোসেফকে টিকতে দেননি খালেদ। জোড়া উইকেট নিয়ে প্রথম ঘণ্টা দারুণ পার করে বাংলাদেশ। এরপরেই বৃষ্টি নামে সেন্ট লুসিয়ায়। বৃষ্টির কারণে প্রথম সেশনে আর খেলা মাঠে গড়ায়নি। ১০ ওভারে ৩৬ রান তুলে প্রথম সেশন শেষ করতে হয় ক্যারিবীয়দের।

লাঞ্চের পর দ্বিতীয় সেশনের শুরুতেই সবচেয়ে বড় বাধা কাটায় বাংলাদেশ। মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ানো কাইল মায়ার্সকে ফিরিয়ে দেন খালেদ। মায়ার্স ফেরার পর বাকি দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের থামায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ করেছেন খালেদ আহমেদ। ৩১.৩ ওভার হাত ঘুরিয়ে ১০৬ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া মিরাজ নিয়েছেন তিনটি আর শরিফুল নিয়েছেন দুটি।

এর আগে গত শুক্রবার টেস্টের প্রথম দিন আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৪

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: (আগের দিন ৩৪০/৫) ১২৬.৩ ওভারে ৪০৮ (ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্ববেল ৪৫, ব্ল্যাকউড ৪০, বোনার ০, রেইফার ২২, মায়ার্স ১৪৬, জশুয়া ২৯, জোসেফ ৬, রোচ ৭*, ফিলিপ ৯,; শরিফুল ১৯-৬-৭৬-২, খালেদ ৩১.৩-৩-১০৬-৫, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩৯-৮-৯১-৩)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৩৬ ওভারে ১৩২/ ৬ (তামিম ৪, জয় ১৩, বিজয় ৪, শান্ত ৪২, লিটন ১৯, সাকিব ১৬, মিরাজ ০*, নুরুল ১৬*; রোচ ১০-১-৩২-৩, আলজারি ১০-২-৩১-২, ফিলিপ ৫-১-২৩-০, মায়ার্স ৫-১-২১-০)।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!