খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

বৈকারী সীমান্তে কোটি টাকা মূল্যের ৯পিচ স্বর্ণের বারসহ এক ইউপি মেম্বর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১কেজি ৪৪ গ্রাম ওজনের ৯পিচ স্বর্ণের বারসহ এক ইউপি মেম্বরকে গ্রেপ্তার করেছে বিজিবি। বুধবার (৩ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম এক কোটি এক লক্ষ ৫৭ হাজার ২২৪ টাকা।

আটক চোরাচালানীর নাম মো. আমজেদ হোসেন মোড়ল ও ওরফে খোকন মেম্বর (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের মৃত আব্দুল মাজেদ মোড়ল ছেলে ও বৈকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারে যে, বিজিবি বৈকারী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাদ্রাসার মোড় এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণেও একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। বিজিবি’র এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয় অধিনায়কের নির্দেশে বৈকারী বিওপি’র সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি আভিযানিকদল ওই এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে।

এসময় বুধবার বেলা ১১টার দিকে সদও উপজেলার বৈকারী ইউনিয়নের মেম্বর মো. আমজাদ হোসেন খোকন মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তার গতিরোধ করে। পরে বিজিবি’র টহল দলের সদস্যরা আমজাদ হোসেন খোকনকে আটক করে তার দেহ তল্লাশী চালিয়ে কোমরের ডান পার্শ্বে লুঙ্গির ভাজে বিশেষ ভাবে ফিটিং অবস্থায় ৯ টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম। যার মূল্য ১ কোটি ১ লক্ষ ৫৭ হাজার ২২৪ টাকা। এসময় আমজাদ হোসেন খোকনের ব্যবহৃত ১৫০ সিসি হিরো হাংক মোটরসাইকেলটি জব্দ করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে স্বণের বারগুলো ভারতে পাচারের জন্য পরিবগন করা ও নিজের জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করার পর স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে সদর থানায় পুলিশে সোপার্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!