যশোরের চৌগাছায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে যশোরের চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও ঝিনাইদহের মহেশপুরের মদনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনার বিষয়ে ব্যবস্থা ও তাদের লাশ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণে ঠেলাঠেলি করছে চৌগাছা ও মহেশপুর থানা পুলিশ।
নিহত শাহিনুর রহমান (২২) চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে ও সাগর হোসেন (১৮) একই গ্রামের বাবর আলীর ছেলে।
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, ‘শাহিনুর ও সাগর মোটরসাইকেলে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুর উপজেলার বিদ্যাধরপুরে যাচ্ছিলেন। পথে মহেশপুরের মদনপুর মোড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শাহিন নিহত হন। স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। কারো মাথায় হেলমেট ছিল না। এক পর্যায়ে তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। শরীরের জখম দেখে বোঝা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে। তাদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাটি মহেশপুর থানার ভেতরে ঘটেছে। ওই থানার পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু আমাদের থানার অধীনে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করতে পারেনি। স্থানীয়রা আমাদের জানিয়েছে ঘটনাটি চৌগাছা থানার ভেতরে। ওই থানার পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে। আমাদের থানার অধীনে হলে আমরা ব্যবস্থা নিতাম।’
খুলনা গেজেট/ এস আই