ভারতে পাচারকালে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের কেষ্টপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস (৩ কেজি ৮৯১ গ্রাম) সোনারবারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলো সীমান্তের পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৮)।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বালুন্ডা গ্রামের কেষ্টপুর এলাকার একটি রাস্তার উপর তল্লাশি অভিযান চালিয়ে লিটন ও হাফিজুরকে ২০ পিস স্বর্ণসহ আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল আমার নেতৃত্বে গোপন সংবাদে সকালে সীমান্তবর্তী গ্রাম বালুন্ডার কেষ্টপুর এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩.৮৯১ কেজি ওজনের ২০ পিস সোনারবার জব্দ করা হয়। পাশাপাশি ৩টি মোবাইল ও নগদ ৬ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে বিজিবির অধিনায়ক জানান।
আটক আসামিদ্বয়কে সোনারবার, মোটরসাইকেল ও মোবাইলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।
খুলনা গেজেট/এনএম