খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

বেনাপোলে বিএসএফকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি উপহার

বেনাপোল প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি উপহার দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টের শূন্য রেখায় বিজিবির পক্ষে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল করিম কলকাতা বিএসএফের ডিআইজি শ্রী তারনি কুমারের হাতে ফুল দিয়ে ও উপহারের মিষ্টি তুলে দেন। পরে তারা দুই বাহিনী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।এবং প্রতি বারের ন্যায় দুই বাহিনীর মধ্যে রিট্রিট সিরিমনি প্রদর্শিত হয়।

এ সময় বাংলাদেশ বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন, যশোর রিজিয়নের অপারেশন অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আহম্মেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, স্টাফ অফিসার অজয় ​​কুমার শর্মা, অবিনাশ কুমার ও ১৪৫ বিএসএফের উপঅধিনায়ক শ্রী অলক কুমার।

উল্লেখ্য দুই দেশের সৌহার্দ্য ও সাম্প্রতির বন্ধনকে জোরদার করতে প্রতিবছর দু’দেশের জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুই বাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।পরে বিজিবি – বিএসএফের মধ্যে রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!