খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ থেকে আমদানি নিষিদ্ধ প্রসাধনী ও জর্দা জব্দ

বেনাপোল প্রতিনিধি

ভারত থেকে ছেড়ে আসা খুলনা-কলকাতাগামী ‌’বন্ধন-এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ প্রসাধনী ও জর্দা আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় পুলিশ কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি।

রবিবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বন্দরের বিভিন্ন পয়েন্ট থেকে এসব নিষিদ্ধ প্রসাধনী ও জর্দা উদ্ধার করা হয়। তবে ‌’বন্ধন-এক্সপ্রেস’ ট্রেনে কোন ভাবেই চোরাচালানি ঠেকাতে পারছে না প্রশাসন।

পুলিশ জানায়, ভারত থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ প্রসাধনী ও জর্দা বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার বিভিন্ন প্রসাধনী ও জর্দা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ভারত থেকে ছেড়ে আসা ‘বন্ধন-এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও জর্দা আটক করা হয়েছে। এ ব্যাপারে ৫ থেকে ৬ জনের নামে থানায় মামলা হয়েছে। আসামীদের আটকে অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!