যশোরের বেনাপোলের দুর্গাপুর গ্রামের আলামিন হোসেন নয়ন হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে গৃহবধূ কামরুন্নাহার ও তার স্বামী জহর আলীকে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান।
চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি কামরুন্নাহারের সাথে নয়নের সম্পর্ক ছিল। এক পর্যায়ে কামরুন্নাহার সম্পর্কের ইতি টানলেও নয়ন তা মেনে নিতে পারেনি। নয়ন তাকে প্রায় বিরক্ত করতো। এক পর্যায়ে কামরুন্নাহার বিষয়টি তার স্বামীকে জানায়। এরপর তারা নয়নকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে ২৭ ডিসেম্বর রাতে কামরুন্নাহার নয়নকে ডেকে ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকেন। এসময় তার স্বামী জহর আলী ঘরের মধ্য থেকে নয়নের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে টান দিয়ে ঝুলিয়ে দেন। দশ থেকে ২০ মিনিট ঝুলিয়ে রাখার পর নয়নের মৃত্যু হয়।
ওই হত্যার ঘটনায় নিহতের চাচা মুন্তাজ আলী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে বৃহস্পতিবার পুলিশ আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে স্বামী-স্ত্রী ওই দু’জনকে অভিযুক্ত ও আটক দেখানো হয়েছে।