যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার(১০ মার্চ) ভোরে বেনাপোল সীমান্তের নারানপুর নতুনপাড়া থেকে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন, বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল রউফ (৪০) ও মানকিয়া হাটখোলা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে আব্দুল রহিম (৩৫)। আসামি আব্দুল রউফের বিরুদ্ধে এর আগে ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর ছিল সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুল রউফ ও আব্দুল রহিমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। তাদেরকে বেনাপোল থানায় সোপর্দ ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই