খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোলকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত করার প্রত্যয় নৌকা প্রার্থীর

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পৌর এলকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ পৌর এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত করা হবে। পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে বেনাপোল নগরীকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বেনাপোল পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেনাপোল পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মোঃ নাসির উদ্দীন নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় এ কথা বলেন।

দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল পৌর সভার নির্বাচন। একটি স্মার্ট বেনাপোল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শতভাগ নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বেনাপোল পৌর সভা পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মোঃ নাসির উদ্দিন।

শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নাসির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। তার নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন মেয়র পদে নির্বাচিত করার লক্ষে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নাসির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে বেনাপোল নগরবাসীর সেবক হিসেবে কাঙ্খিত সেবা দেওয়ার উদ্দেশ্য মেয়র প্রার্থী হয়েছি। বেনাপোল নগরবাসীকে কাঙ্খিত উন্নয়নসহ বেনাপোল পৌর সভাকে আধুনিক জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

নতুনভাবে স্মার্ট বেনাপোল পৌর সভা গড়ার অঙ্গীকার জয় হোক শেখ হাসিনার” এই নির্বাচনী শ্লোগানের কথা বলে তিনি বলেন, আমাকে নির্বাচিত করলে দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত বেনাপোল নগরীর উন্নয়নে নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ অন্যান্য বিশেষজ্ঞগণের সমন্বিত পরামর্শ ও দিকনির্দেশনায় মহা-পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত জনবান্ধব বেনাপোল নগর গড়বেন। নগরীর জলাবদ্ধতা দূরীকরণে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কারসহ নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক সমস্যার সমাধান নিশ্চিত করব। প্রতিটি ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার মাধ্যমে বেনাপোলকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদানসহ সরকার প্রবর্তিত সকল ধরনের ভাতা যথাযথভাবে বণ্টন করা হবে।

আগামী ১৭ জুলাই কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে বেনাপোল পৌর সভাকে একটি উন্নত ও আদর্শ পৌর সভায় রূপ দিতে সহায়তা চেয়েছেন নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামূল হক মুকুল ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ, জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক সালমা আলমসহ অসংখ্য নেতা কর্মী।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!