খুলনা, বাংলাদেশ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ১২ মে, ২০২৪

Breaking News

  বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬
  দিনাজপুরে ট্যাংক লরির চাপায় নিহত ২

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন

কলারোয়া প্রতিনিধি

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর মৃত্যুতে রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ভাবে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী (৭৫) সাতক্ষীরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ পুত্র, ৩কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহরের নামাযবাদ কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

রাস্ট্রীয় মর্যদায় পুষ্পস্তাবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি কৃষ্ণা রায়, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও আ. লীগের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পন করেন পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। জানাযা নামাজ পূর্বক আলোচনায় ভার্চুয়াল বক্তব্য রাখেন-ঢাকায় অবস্থানরত তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। শ্রদ্ধা নিবেদন করেন-সাবেক সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী এসএম আলতাফ হোসেন লাল্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মরহুমের ছেলে মফিজুল ইসলাম লাভলু, প্রভাষক তৌহিদুর রহমান।

মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজে উপস্থিত ছিলেন -শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আ: রউফ, বীর মুক্তিযোদ্ধা দাউদ আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যা: এমএ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, কপাই সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাবেক প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, পৌর বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এ্যাড: আশরাফুল আলম বাবু, সমাজ সেবক মুনছুর আলী, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, উপজেলা যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক শেখ রাজু রায়হান, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, আলম হোসেন,আলামিন হোসেন, মুজাইদুল ইসলাম, ফারুক রাজ, সোহাগ মেহেদী সহ মুক্তিযোদ্ধাগণ, সূধিজন, সাংবাদিকবৃন্দ ও অসংখ্য মুসল্লীগণ।

জানাযা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী। জানাযা নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীকে পৌর সদরের গদখালি গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!