খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  সর্বোচ্চ তাপমাত্রা দেখালো যশোর-চুয়াডাঙ্গায় ৪২.৮ ও খুলনায় ৪২
  সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

বিসিএসের কারণে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা পেছালো

গে‌জেট ডেস্ক

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে পিছিয়েছে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক আদেশে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, নতুন সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

এর আগে এসআই নিয়োগ প্রক্রিয়ার অন্যতম ধাপ ‘শারীরিক সক্ষমতা যাচাই’ পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে একই সময়ে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে সূচিতে পরিবর্তন আনার আভাস দিয়েছিল পুলিশ সদর দফতর।

গত ৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গত ১০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে আগামী ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানানো হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!