খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

বিশ্রামের সুযোগ নেই, তৃতীয়দিনের মত মাঠে নামছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

রিজার্ভ ডে’র সুবিধা নিতে গিয়ে গ্যাড়াকলে ভারত। ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোয় কোনো বিশ্রাম ছাড়াই আজ তাদের আবার মাঠে নামতে হবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিরাট কোহলিদের প্রতিপক্ষ আজ স্বাগতিক শ্রীলঙ্কা। এতে পরপর তিন দিন খেলতে হচ্ছে ভারতকে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে যথারীতি আজ ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। বৃষ্টি মৌসুমে কলম্বোয় আজও বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। বৃষ্টিতে ভেসে গেলে হবে পয়েন্ট ভাগাভাগি।

মঙ্গলবার ম্যাচের শুরুর সময়েই ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পরের এক ঘণ্টায় সেই সম্ভাবনা কমে ৪০ শতাংশ হওয়ার কথা। সময়ের সঙ্গে সেই সম্ভাবনা আরও কমবে। কিন্তু ম্যাচের পুরো সময় জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই ম্যাচের মাঝে বৃষ্টির প্রভাব পড়তেই পারে। তবে ম্যাচ একেবারে হবে না এমন আশঙ্কা নেই।

টানা তিনদিন ম্যাচ খেলায় ক্লান্তি বড় ফ্যাক্টর হতেই পারে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। যদিও পাকিস্তানকে হারানোর পর বিরাট কোহলি জানিয়ে দেন, তারা টেস্ট ক্রিকেটার। ফলে পরপর ম্যাচ খেলতে কোনও সমস্যা হয় না। কোহলি নিজের মুখে সেকথা বললেও, পরপর দুই দিন ধরে ওডিআই ম্যাচ খেলা যে বেশ চাপের তা বলার অপেক্ষা রাখে না। তার ওপর পাকিস্তান ম্যাচ দুই দিন ধরে চলেছে। হিসাব করে দেখতে গেলে পরপর তিনদিনে দুটি দলের সঙ্গে ভারত খেলছে।

শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে বিশ্রামের সুযোগ না থাকলেও সেটি নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া। লঙ্কানদের হারানোই প্রধান টার্গেট রোহিতদের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে পরিবর্তন আনতে পারে। ইশান কিষানের পরিবর্তে সূর্যকুমার যাদব খেলতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও জাদেজা এবং শামিও ফিরতে পারেন।

এদিকে আত্মবিশ্বাসে টইটুম্বুর শ্রীলঙ্কা দল। সব মিলিয়ে টানা ১৩ ওয়ানডেতে লঙ্কানদের কেউ পরাজয়ের স্বাদ দিতে পারেনি। গ্রুপ পর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে দুই জয় শ্রীলঙ্কার। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ফের হারিয়ে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। লঙ্কানরা এখন ছক কষছে ফাইনালের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!