খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

বিশ্বকাপের স্বপ্ন দেখেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন চলছে ৩৫। আর তার এই বয়সে এসে পেশাদার ফুটবল খেলা ছেড়ে দেন বেশির ভাগ মানুষ। কিন্তু রোনালদো এদিক দিয়ে সবার চেয়ে আলাদা। এই বয়সে এসে অনেকেই ফিটনেস ধরে রাখতে পারেন না। কিন্তু রোনালদোর যে ফিটনেস রয়েছে তা অন্যদের জন্য ঈর্ষণীয়। আর এখনো ফিটনেস ধরে রাখতে পেরেছেন বলে আরো কয়েক বছর খেলা চালিয়ে যেতে চান তিনি। রোনালদো ক্লাব পর্যায়ে সব সাফল্য পেয়েছেন। এমনকি নিজ দেশ পর্তুগালের হয়েও পেয়েছেন সাফল্য। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো ও নেশন্স কাপের শিরোপা। এবার তিনি দেশের হয়ে জিততে চান বিশ্বকাপের শিরোপা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে এক আলাপচারিতায় নানান বিষয় নিয়ে কথা বলেছেন সিআরসেভেন। সেখানেই বলেছেন নিজের ভবিষ্যতের কথা ও বিশ্বকাপ জয়ের ক্ষুধার কথা।

এ ব্যাপারে রোনালদো বলেন, ‘বয়স কোনো বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মন। রোনালদো ভালো খেলোয়াড় এটিও কিন্তু কোনো বিষয় না। আপনি জানেন না আগামীকাল কি হবে। আমি বর্তমান নিয়ে থাকি। বর্তমান মুহূর্ত নিয়ে ভাবি। সময়টা এখন ভালো যাচ্ছে। আমি খুব খুশি এটি নিয়ে। আমার মধ্যে এখন ক্ষিপ্রতা রয়েছে আর সবমিলিয়ে সময়টা খুব ভালো। আমি আরো অনেক অনেক বছর খেলতে চাই। কিন্তু কেউ জানে না ভবিষ্যতে কি হয়।’

বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর বসবে ২০২২ সালে কাতারে। তখন রোনালদোর বয়স হবে ৩৭। আর এরপর হয়তো আর পর্তুগালের হয়ে খেলা হবে না তার। তাই নিজের শেষ সময়টা বিশ্বকাপ জয়ের মাধ্যমে রাঙাতে চান তিনি। ফলে এখন কাতার বিশ্বকাপের দিকে নজর দিচ্ছেন তিনি। এ ব্যাপারে রোনালদো বলেন, ‘আমরা ইউরোপের চ্যাম্পিয়নশিপ জয় করেছি। এখন আমরা বিশ্বকাপ জয় করতে চাই। এটা সম্ভব। সবকিছুই সম্ভব। তবে আপনাকে একইসঙ্গে বাস্তবতার দিকে তাকাতে হবে। আমি অনেকবার বলেছি পর্তুগালের হয়ে আমি অনেক কিছু জয় করতে চাই। দেশের হয়ে এখন পর্যন্ত দুটি শিরোপা জয় করেছি। এটা আমাকে অনেক আনন্দ দেয়। আমি যে ক্লাবের হয়ে খেলেছি সেখানেই সাফল্য পেয়েছি। কিন্তু বিশ্বকাপ হলো আমার স্বপ্ন।’

এদিকে রোনালদো মাঠের দর্শকদের নিয়েও কথা বলেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি খালি মাঠে খেলতে পছন্দ করি না। এটি অনেকটা এমন যে আপনি সার্কাসে গেলেন কিন্তু কোন ক্লাউন দেখতে পাচ্ছেন না। মহামারি মানুষকে পাগল করে দিয়েছে। আমি আশা করি খুব শিগগিরই তারা স্টেডিয়ামের দরজাগুলো খুলে দেবে। আমাদের এই মহামারিকে নিয়েই বাঁচতে হবে। আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে তবে অবশ্যই নিয়মকানুন মেনে। তবে দর্শক ছাড়া আমার ভালো লাগে না।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!